• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নতুন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুন ২০১৭, ১০:২০

আমেরিকার কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী ও বিচার বিভাগের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার রে। স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআই প্রধান হিসেবে তাকে নিয়োগের ঘোষণা দেন।

গেলো ৯ মে প্রেসিডেন্ট ট্রাম্প বরখাস্ত করেন এফবিআই প্রধান জেমস কোমিকে। এরপর থেকে ওই পদ শূন্য ছিল। ক্রিস্টোফার রে ওয়াশিংটন ও আটলান্টায় আইনি সহায়তা প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যাল্ডিংয়ের অ্যাটর্নি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বিচার বিভাগের অপরাধ শাখায় সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।

বুধবার এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ক্রিস্টোফার এ. রে-কে নিয়োগ দিচ্ছি। এফবিআইয়ের নতুন পরিচালক হওয়ার জন্য তিনি সব দিক দিয়ে যোগ্য।

এফবিআই প্রধান কোমিকে বরখাস্ত করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেলো বছর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার যোগসাজশের অভিযোগ তদন্ত করছিলেন কোমি। তদন্ত চলাকালে হঠাৎ করেই গেলো ৯ মে কোমিকে এফবিআই প্রধানের পদ থেকে সরিয়ে দেন ট্রাম্প।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh