• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

বিয়েতে বাজানো গান পছন্দ না হওয়ায় স্ত্রীকে তালাক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ২১:২৭
বিয়েতে, বাজানো, গান, পছন্দ, না, হওয়ায়, স্ত্রীকে, তালাক
প্রতীকী ছবি

ইরাকের রাজধানী বাগদাদে এ বছরের সবচেয়ে দ্রুততম সময়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। বিয়েতে ‘উসকানিমূলক’ সিরিয়ান একটি গান বাজানোর কারণে বর নববধূকে তালাক দেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

ন্যাশনাল নিউজ সেন্টারের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, বিয়ের অনুষ্ঠানে বাজানো সিরিয়ান সংগীতশিল্পী লামিস খানের ‘মেসায়তারা’ (যার বাংলা অর্থ আমি কর্তৃত্বপূর্ণ অথবা আমি তোমাকে নিয়ন্ত্রণ করব) গানটিই এই দম্পতির বিবাহবিচ্ছেদের প্রধান কারণ।

প্রতিবেদনে বলা হয়, কনে গানটির সঙ্গে নেচেছিলেন, যা বর ও তার পরিবার উসকানি হিসেবে বিবেচনা করেছে। তাই বর এ বিষয়ে তর্কে জড়ান এবং অবশেষে তাকে তালাক দেন।

মধ্যপ্রাচ্যে এই গানটির কারণে নবদম্পতির বিবাহবিচ্ছেদের ঘটনা প্রথমবার নয়। গত বছর জর্ডানের এক ব্যক্তি বিয়ের অনুষ্ঠানে গানটি বাজানোয় কনের সঙ্গে সম্পর্ক ভাঙেন।

গানটির প্রথম অংশটি এরকম- ‘
'আমি কর্তৃত্বপূর্ণ, আমার কঠোর নির্দেশনায় তোমাকে শাসন করা হবে’
‘আমি তোমাকে পাগল করে দেব, যদি তুমি রাস্তায় অন্য মেয়ের দিকে তাকাও’‘হ্যাঁ, আমি কর্তৃত্বপূর্ণ’ ‘তুমি আমার মিষ্টি’
‘যতদিন তুমি আমার সাথে আছো, তুমি আমার নির্দেশে চলবে’

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিয়ে না করানোয় মাকে কুপিয়ে হত্যা করেন ছেলে’
ফের শাকিবের বিয়ের জন্য পাত্রী খুঁজছে পরিবার!
বৃষ্টির আশায় কুড়িগ্রামে ব্যাঙের বিয়ে
শাকিবের সঙ্গে বিয়ের গোপন তথ্য ফাঁস করলেন অপু বিশ্বাস
X
Fresh