• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের বিশ্ব রেকর্ড 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২২, ১১:৫২
মার্কিন, যুক্তরাষ্ট্রে, করোনা, শনাক্তের, বিশ্ব, রেকর্ড,  
যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের রেকর্ড (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে, সোমবার (১০ জানুয়ারি) যা একদিনে বিশ্বে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। উচ্চ সংক্রামক ওমিক্রনের বিস্তার কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আগের রেকর্ডটি ছিল গত ৩ জানুয়ারি ১০ লাখ ৩০ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছিল। প্রতি সোমবার বিপুল সংখ্যক করোনা শনাক্তের কারণে সাপ্তাহিক ছুটির দিন অনেক রাজ্যের রিপোর্ট দেওয়া হয়নি। দুই সপ্তাহের মধ্যে করোনা শনাক্তের হার তিনগুণ হয়েছে, যেখানে গড়ে দৈনিক সাত লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

সোমবার থেকে এখন পর্যন্ত দেশটির সব রাজ্য রিপোর্ট দেয়নি, তাই চূড়ান্ত সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে।

রয়টার্সের হিসাবে এ যাবতকালের সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা তিন সপ্তাহে দ্বিগুণ হয়েছে। একদিনে এক লাখ ৩৫ হাজার ৫০০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, যা গত বছরের জানুয়ারি এক লাখ ৩২ হাজার ৫১ জনের ভর্তির রেকর্ড ছাড়িয়ে গেছে।

যদিও ওমিক্রন ধরনটি কম মারাত্মক, তবুও বিপুল সংখ্যক সংক্রমণ হাসপাতাল ব্যবস্থাকে চাপে ফেলবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ইতোমধ্যে কিছু হাসপাতাল বৃদ্ধি পাওয়া রোগী সামলাতে কর্মীর অভাবে সেখানকার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

করোনার ডেউয়ের কারণে স্কুল বাধাগ্রস্ত হচ্ছে, যা কর্মী, শিক্ষক ও বাস চালকদের অনুপস্থিতিতে ধুঁকছে।

দেশটিতে দৈনিক গড় মৃত্যু এক হাজার ৭০০, যা সম্প্রতিক দিনগুলোতে ছিল এক হাজার ৪০০।

সূত্র: রয়টার্স

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
X
Fresh