Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২০ মে ২০২২, ৬ জ্যৈষ্ঠ ১৪২৯

ব্রাজিলে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে প্রাণ গেল ৭ পর্যটকের (ভিডিও)

ব্রাজিলে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে প্রাণ গেলো ৭ পর্যটকের
ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ক্যাপিতোলীয় এলাকায় একটি জলপ্রপাতে পাথর ধ্বসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরও ৯ জনকে। এখনও নিখোঁজ রয়েছে তিনজন।

শনিবার একটি নৌকায় জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করছিল বেশকয়েকজন পর্যটক। এ সময় একটি বিশাল আকারের পাথর ওই নৌকার ওপর পড়ে। এতে দুর্ঘটনার ঘটনাটি ঘটে। নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান চলমান রয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া হ্রদ বেয়ে যাচ্ছিল বেশ কয়েকটি পর্যটকবাহী নৌকা। এ সময় কয়েক দিনের টানা বৃষ্টির জেরে পাহাড়ের খাঁজ থেকে ধসে পড়ে বড় বড় পাথর খণ্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হঠাৎ পাহাড়ের খাঁজ থেকে পাথর খণ্ড পর্যটকবাহী নৌকার ওপরে পড়ায় চিৎকার করছেন পর্যটকরা। অনেকে পাহাড়ের ওপর থেকে চিৎকার করে নৌকাগুলোকে সতর্ক করেন। তাদের বেশির ভাগ সরে যেতে পারলেও তিনটি নৌকা পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে উল্টে কিংবা ডুবে যায়। এতে হতাহতের ঘটনাটি ঘটে।

এসএস/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS