• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পেডিকিওরে পা হারালেন নারী, ক্ষতিপূরণ পেলেন ১৫ কোটি টাকা  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২১, ২১:৫১
পেডিকিওরে, পা, হারালেন, নারী, ১৫, কোটি, টাকা, ক্ষতিপূরণ,
প্রতীকী ছবি

স্পা সেন্টারে (পার্লার) গিয়ে পেডিকিওর করান এক নারী। কিন্তু এ সময় দুর্ঘটনাবশত সৃষ্ট ক্ষত থেকে তার পুরো পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তার পা কেটে ফেলে দিতে হয়। অবশেষে তাকে ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা দিতে বাধ্য হয় ওই দায়ী পার্লারের কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ৫৫ বছর বয়সী ক্লারা শেলম্যান নামে এক নারীর সঙ্গে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ২ সেপ্টেম্বর ফ্লোরিডার ট্যাম্পার একটি স্পাতে পেডিকিওরের সময় তৈরি হওয়া ক্ষত থেকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে তার একটি পায়ে। স্নায়ুরোগে আক্রান্ত ক্লারার সংক্রমণের তীব্রতা দ্রুত বাড়তে থাকে, এর ফলে বাদই দিতে হয় তার পা। চিকিৎসার খরচ সাধ্যের বাইরে যাওয়ায় আশ্রয়ের একমাত্র অবলম্বন বাড়িটিও বেচে দিতে বাধ্য হন তিনি।

সেই ঘটনার তিন বছরেরও বেশি সময় পর ক্ষতিপূরণ পেলেন ক্লারা। বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি টাকার ক্ষতিপূরণের বিনিময়ে সেই স্পায়ের সঙ্গে সমঝোতায় পৌঁছান তিনি।

সূত্র: ডেইলি মেইল

এনএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবেশেষে ২৭২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে উবার
বেইলি রোডে নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ
দুবাইয়ে বাংলাদেশির প্রাণের মূল্য মাত্র ৩৫ হাজার টাকা!
শিশু আয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
X
Fresh