• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে মুসলিম নারীকে রক্ষা করতে গিয়ে নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০১৭, ২২:২৯

মার্কিন যুক্তরাষ্ট্রে হিজাব পরা মুসলিম নারীকে বিদ্বেষপ্রসূত আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন দুজন।

শনিবার পোর্টল্যান্ড শহরের হলিউড ট্রানসিট স্টেশনে ঘটে এ ঘটনা।

কমিউটার ট্রেনে দুই মুসলিম নারীকে এক ব্যক্তি বিদ্বেষপ্রসূত গালিগালাজ করার সময় বাধা দেন দুজন। তখন ছুরি নিয়ে ওই দুজনকে আঘাত করে ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

মর্মান্তিক এ ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ কর্মকর্তা সার্জেন্ট পিট সিম্পসন বলেন, হামলাকারী ট্রেনের মধ্যে দুই মুসলিম নারীকে উদ্দেশ করে গালিগালাজ করছিল এবং যার বেশির ভাগই বিদ্বেষপ্রসূত আক্রমণের শ্রেণিতে পড়ে। এসময় কিছু ব্যক্তি তাকে গালিগালাজ করতে বারণ করেন, বাধা দেন এবং তার আচরণ সংযত করতে বলেন। আর তখনই তাদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করে বসে ওই ব্যক্তি। এতে দুই জন নিহত ও একজন আহত হন।

ছুরিসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে যে দুই নারীকে আক্রমণাত্মক কথা বলা হচ্ছিল পুলিশ আসার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন। বিবিসি।

সি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh