• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতের পার্লামেন্টে কৃষি আইন প্রত্যাহার বিল পাস

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২১, ১৫:৩৬
ভারতের পার্লামেন্টে কৃষি আইন প্রত্যাহার বিল পাস
ছবি : সংগৃহীত

অবশেষে ভারতের পার্লামেন্টে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল পাস হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) শীতকালিন অধিবেশনের শুরুর প্রথম দিনই ধ্বনিভোটে এ বিল পাস হয়।

অধিবেশনের শুরুতেই কৃষি আইন নিয়ে হট্টগোল শুরু করে বিরোধীরা। একপর্যায়ে পার্লামেন্টের উভয় কক্ষেই অধিবেশন বেলা ১২টা পর্যন্ত মুলতুবি করে দেন স্পিকার। এরপর অধিবেশন ফের শুরু হতেই ‘কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১’ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। তারপর ধ্বনিভোটে তা সঙ্গে সঙ্গেই পাস হয়ে যায়।

যদিও বিরোধীরা আলোচনার যে দাবি করেছিল, তা খারিজ করে দেয় সরকার পক্ষ।

ভারতের পার্লামেন্টবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, সোমবারই তিন কৃষি আইন প্রত্যাহার বিল রাজ্যসভায় পেশ করা হবে।

এদিকে দিল্লি সীমান্তে এখনও অবস্থান করছেন কৃষকরা। তাদের সাফ বক্তব্য, বিতর্কিত ওই আইন পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি থাকবে।

উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিলে সংশোধন করে আইনে পরিণত করে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই দিল্লিসহ দেশটির বিভিন্ন রাজ্যে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়।

কৃষকদের অভিযোগ, নতুন আইনের ফলে লোকসানের মুখে পড়বেন কৃষকরা। সূত্র: আনন্দবাজার।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
অষ্টম শ্রেণি পাসেই ব্র্যাকে চাকরির সুযোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
ইসরায়েল–ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস
X
Fresh