• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নিজেদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২১, ১০:৩১
নিজেদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত কাশ্মীরে নিজেদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন সেনাসদস্য আহত হয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি বলছে, কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী নিয়ন্ত্রণরেখার নওশেরা-সুন্দরবানি সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণের পর হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের অনুপ্রবেশ ঠেকাতে মাটিতে সারি করে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাই ওইসব ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল। কিন্তু তল্লাশি অভিযানের সময় শনিবার সেই ল্যান্ডমাইনের একটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ভারতীয় আরেক বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, ল্যান্ডমাইন বিস্ফোরণে শনিবার নিহত ভারতীয় সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট ঋষি কুমার এবং অন্যজন সেনাসদস্য মনজিৎ সিং।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কম্বোডিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণ, ২০ সেনা নিহত
ভাসানটেকে বিস্ফোরণ: একে একে পরিবারের ৬ জনেরই মৃত্যু  
X
Fresh