Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০১ ডিসেম্বর ২০২১, ১৬ অগ্রহায়ণ ১৪২৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২১, ১৮:৫১
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:৫৮

অঙ্ক শেখাতে পর্ন সাইটে পড়াশোনার ভিডিও শিক্ষকের!

অংক, শেখাতে, পর্ন, সাইটে, পড়াশোনার, ভিডিও, শিক্ষকের,
ছবি: সংগৃহীত

করোনা মহামারির কারণে সারা বিশ্বে পাঠদান প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এসেছে। অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াশোনা জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সবার পক্ষে অনলাইন ক্লাসে সব বিষয় সমানভাবে বোঝা সম্ভব হয় না। তাই অনেক শিক্ষকই অনলাইন ক্লাসের ভিডিও আপলোড করেন ছাত্রছাত্রীদের সুবিধার জন্য।

তাইওয়ানের গণিতের এক শিক্ষক সম্প্রতি আপলোড করেছেন নিজের ক্লাস নেওয়ার ভিডিও। কিন্তু ইন্টারনেটের যে প্ল্যাটফর্মে তিনি এটি আপলোড করেছেন, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। কারণ যে ধরনের ওয়েবসাইটে তিনি এটি আপলোড করছেন, তা একেবারেই পড়াশোনাবিষয়ক নয়।

তাইওয়ানের ওই শিক্ষকের নাম ছাংশু। অনলাইনের পড়ানোর প্রায় ২০০টি ভিডিও তিনি আপলোড করেছেন একটি পর্ন ওয়েবসাইটে। যদিও ওই শিক্ষকের কোনো ভিডিও যৌনতাবিষয়ক নয়। সবই অঙ্কের।

জানা গেছে, ৩৪ বছরের ছাংশু গণিতে স্নাতকোত্তর করেছেন। তিনি তাইওয়ানের একটি স্কুলে শিক্ষকতা করেন।

অনলাইনে পড়ানোর ভিডিও প্রথমে তিনি আপলোড করতেন ইউটিউবে। কিন্তু পরে ইউটিউবের পাশাপাশি পর্ন সাইটে ভিডিও আপলোড শুরু করেন।

এ নিয়ে দেশটির এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, পর্ন সাইটটির জনপ্রিয়তার কথা ভেবেই ওখানে ভিডিও আপলোড করেছি।

ওই প্ল্যাটফর্মে ভিডিওগুলো প্রচুর মানুষ দেখছেন বলেও জানান তিনি।

সূত্র: আনন্দবাজার

এনএইচ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS