Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২, ৬ মাঘ ১৪২৮
discover

৪৩ লাখ টাকায় বিক্রি হলো ৭৮ কেজির মাছটি

৪৩ লাখ টাকায় বিক্রি হলো ৭৮ কেজির মাছটি
ছবি: সংগৃহীত

সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে একটি বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে। সম্প্রতি মাছটি কাপুরা নদীতে ধরা পড়ে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মৎস্যজীবীদের জালে ধরা পড়ে ৭৮ কেজির তেলিয়া ভোলা মাছ; যার দাম উঠেছে সাড়ে ৩৭ লাখ টাকা। বিক্রির সময় ভিড় জমে গেছে বাজারে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে হাজির হতে হয় পুলিশকে।

এই মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম। গেল শুক্রবার ভারতে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার সোনাগাঁ থেকে পাঁচ মৎস্যজীবী গিয়েছিলেন মাছ ধরতে। শনিবার সকালে কপুরা নদীর কাছে তেরো বাঁকির খালে জালে জড়ায় বিশাল মাছটি। সন্ধ্যায় ক্যানিংয়ের আড়তে সেটি বিক্রির জন্য আনেন তারা।

আড়তদার প্রভাত মণ্ডল বলেন, ‘এত বড় তেলিয়া ভোলা এর আগে ক্যানিং বাজারে আসেনি।’ ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলিয়া ভোলার শরীরের নানান অংশের কদর আছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। ৩৭ লাখ ৫৩ হাজার ৮১১ রুপিতে (বাংলায় প্রায় ৪৩ লাখ টাকায়) বিক্রি হয়েছে মাছটি। সূত্র : আনন্দবাজার

এসএস/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS