• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ায় বারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২১, ১৬:৪৭
রাশিয়ায় বারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
রাশিয়ায় বারুদের কারখানায় বিস্ফোরণের পর উদ্ধার কাজ চলছে, ছবি : সংগৃহীত

রাশিয়ায় একটি বারুদের কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার একটি বারুদের কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে মস্কোর থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলের একটি গোলাবারুদ কারখানায়।

কর্মকর্তারা প্রথমে জানিয়েছিলেন, বিস্ফোরণের ঘটনায় ৭ জন মারা গেছেন এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। এর কয়েক ঘণ্টা পরে জানানো হয়, নিখোঁজ থাকা সকলে মারা গেছেন। এ ছাড়া একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ৫০টি গাড়ি নিয়ে ১৭০ জন কর্মী কাজ করেছেন।

দুর্ঘটনার কারণ হিসেবে কর্মকর্তারা মনে করছেন, প্রোডাকশন চলার সময় অজানা কোনো গোলযোগের কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। সূত্র: এবিসি নিউজ।
ডব্লিউএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, ২ বাংলাদেশি আহত
বসতবা‌ড়ি‌তে বিস্ফোরণ, আহত স্কুলছাত্রীর ঢাকায় মৃত্যু
সিরাজগঞ্জে বোমা বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার
X
Fresh