• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২১, ১৯:১৫
বাংলাদেশের, ওপর, ভিসা, নিষেধাজ্ঞা, প্রত্যাহার, দক্ষিণ, কোরিয়ার,  
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দক্ষিণ কোরিয়া। আগামী রোববার (২৪ অক্টোবর) থেকে বাংলাদেশিদের ভিসার আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ কোরিয়ান দূতাবাস।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি এবং দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় যেতে চাওয়া বাংলাদেশিদের অবশ্যই দুই ডোজ করোনার টিকা নিতে হবে। এ ছাড়া তাদের সব ধরনের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে ফের ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশের করোনা পরিস্থিতির অবনতি হলে চলতি বছরের এপ্রিলে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ কোরিয়া।

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু
X
Fresh