Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০১ ডিসেম্বর ২০২১, ১৬ অগ্রহায়ণ ১৪২৮

ব্রাজিলে ভয়াবহ বালুঝড়ে নিহত ৬

ব্রাজিলে, ভয়াবহ, বালু, ঝড়ে, নিহত, ৬,
ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাওপাওলোতে শক্তিশালী বালুঝড়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছন। এ অঞ্চলে সেপ্টেম্বরের পর থেকে অন্তত তিনবার বিশাল বালু মেঘসহ ঘণ্টায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) পর্যন্ত বাতাস বয়ে যায়। এই পরিস্থিতিতে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ভেঙে পড়ায় সাওপাওলোতে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো।

দেশটির আবহাওয়াভিত্তিক চ্যানেল মেটসুল-এর আবহাওয়াবিদ এস্টেল সিয়াস বলেন, এ ধরনের ঝড় এর আগে কখোনও এত তীব্র মাত্রায় হয়নি। দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি, উচ্চতাপমাত্রা ও কম আর্দ্রতার কারণে এই অবস্থা হয়েছে।

এই বালুঝড় জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে উল্লেখ করেন সিয়াস।

তিনি বলেন, প্রতিবছর রেকর্ড তাপমাত্রা দেখা দিচ্ছে। এতে আবহাওয়ায় বৃষ্টি, ঝড়, বন্যা, খরা, ঠাণ্ডাসহ নানান রূপ দেখা যায়।

এ ধরনের ঝড় মরু অঞ্চলে ঘন ঘন দেখা দিতে পারে বলেও সতর্ক করেন এস্টেল সিয়াস।

এদিকে, ব্রাজিলে ৯১ বছরে সবচে ভয়াবহ মারাত্মক খরা দেখা দিয়েছে। এতে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পানিবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের পানির স্তর হ্রাস পাওয়ায় বিদ্যুৎ খরচ বেড়ে গেছে।

সূত্র: এএফপি

এনএইচ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS