• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২১, ১৮:৩৭
আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০
আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ

আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫০ জন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, এ পর্যন্ত ৩৫ জনের মরদেহ ওই হাসপাতালে এসেছে। এ ছাড়া ৫০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন তারা।

ডক্টর উইদআউট বর্ডার (এমএসএফ) পরিচালিত আরেকটি হাসপাতালের আরেকজন চিকিৎসক জানান, তাদের হাসপাতালে ১৫ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে।

তালেবানের তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার কুন্দুজের রাজধানীর খানাবাদ বানদার এলাকার একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। মসজিদটি শিয়া মতাবলম্বীদের। বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানে মসজিদে ঢুকে হামলা, নামাজরত ৬ জনের মৃত্যু
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা, নিহত ৩৪
যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে বন্দুক হামলায় ৪ পুলিশ নিহত
লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা
X
Fresh