• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যে পোশাকে নারীদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২১, ১৮:১৭
যে পোশাকে নারীদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা

মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পোশাকের ওপর নির্দেশনা দেওয়া হয়েছে নারীদের। নির্দেশনায় বলা হয়েছে, জিন্সের প্যান্ট পরে নারীরা মন্দিরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া শাড়ি এমনভাবে পরতে হবে, যাতে মহিলাদের বক্ষদেশ যথাযথভাবে ঢাকা থাকে। ভারতের কর্নাটকের মন্দিরে ঢুকতে এবার এ ধরনের প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সরকার।

খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, কর্নাটকের মন্দিরে ঢুকতে এখন থেকে নারীদের পোশাকের ব্যাপারে সচেতন হতে হবে। কয়েক দিনের মধ্যেই এ নিয়ে একটি সরকারি প্রজ্ঞাপন জারি হতে চলেছে।

খবরে আরও বলা হয়, বিজেপি শাসিত রাজ্যের মন্দিরগুলোতে নজরদারি চালায় যে সরকারি ধর্মীয় পরিষদ, তারা বলেছে, মন্দিরে প্রবেশ করতে হলে নারী এবং পুরুষ নির্বিশেষে যথাযথ ‘হিন্দু পোশাক’ পরতে হবে। মহিলাদের নিজেদের শরীর যথাযথভাবে ঢেকে আসতে হবে। অন্যথায় প্রবেশ করতে দেয়া হবে না মন্দিরে।

কর্নাটকের মন্দিরে মহিলাদের পোশাক কেমন হবে? এক পুরোহিত হরিনারায়ণ আশরানা তার ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন, মেয়েদের ক্ষেত্রে শাড়ি হলেই সবচেয়ে ভালো। শাড়ি কীভাবে পরা হবে, তা-ও বলে দিয়েছেন তিনি।

তবে পুরুষ পুণ্যার্থীদের পোশাক কী হবে, তা এখনও ঠিক হয়নি। বিষয়টি আপাতত আলোচনাধীন।

প্রতিবেদনে বলা হয়, মেয়েরা কী ভাবে শাড়ি পরবেন, তা বলে দেওয়ার পাশাপাশি মন্দিরে পুণ্যার্থীদের জিন্‌সের প্যান্ট পরার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছেন হরিনারায়ণ। পোশাক নির্দেশিকা পালনে যাতে কোনো বিচ্যুতি না হয়, তা নিশ্চিত করতে পোস্টার ছাপানো হয়েছে।

কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার ২১১টি মন্দিরের ওপর নজরদারি চালায় সরকারি পর্ষদ ‘কর্নাটক স্টেট ধার্মিক পরিষদ’।

মন্দিরে পোশাক নিয়ে প্রজ্ঞাপন জারি করেন মূলত তারাই।

কর্নাটক স্টেট ধার্মিক পরিষদের বক্তব্য হলো, মন্দিরে সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। বিষয়টি বাধ্যতামূলক করতে দক্ষিণ কন্নড়ের প্রতিটি মন্দিরে ব্যানার ঝোলানোর নির্দেশও দিয়েছে তারা।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন 
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
তীব্র গরমে পুলিশ সদস্যদের প্রতি ১১ নির্দেশনা
X
Fresh