• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ব্রিটেন 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২১, ২০:২৭
বাংলাদেশের, ওপর, থেকে, ভ্রমণ, নিষেধাজ্ঞা, প্রত্যাহার, করল, ব্রিটেন, 
ছবি : সংগৃহীত

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশসহ ৩২টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে যুক্তরাজ্য। বুধবার (৬ অক্টোবর) এ তথ্য জানায় ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যলয় (এফসিডিও)।

বাংলাদেশসহ যেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো- টোকেলাউ ও নিউ, জিবুতি, গিনি, গাম্বিয়া, গায়ানা, কাজাখস্তান, কিরিবাতি, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা।

এফসিডিও জানায়, এই ৩২ দেশ থেকে প্রচুর লোক ব্রিটেনে গমন করতে পারবেন।

দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বলছে, টিকা দেওয়ায় এসব দেশের করোনা পরিস্থিতির উন্নতি ঘটেছে। ব্রিটিশ নাগরিকদের ঝুঁকি কমেছে। এ জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় তবে যেসব দেশে এখনো ব্রিটেনের লাল তালিকায় আছে, সেসব দেশ থেকে ব্রিটিশদের অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ভ্রমণে না যেতে বলা হয়েছে। এ ছাড়া আফগানিস্তান, হাইতি এবং সোমালিয়ার মতো ব্রিটেনের লাল তালিকায় অনির্দিষ্টকাল পর্যন্ত থাকতে পারে। তবে ধীরে ধীরে লাল তালিকায় থাকা দেশের সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে আশাবাদী যুক্তরাজ্য। সূত্র: গার্ডিয়ান, বিবিসি
এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত
‌‘অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি’
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির আরও ৮৮ সদস্য
X
Fresh