• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রাস্তায় জমা পানি থেকে ১৫ কেজি কাতলা মাছ শিকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৯
রাস্তায় জমা পানি থেকে ১৫ কেজি কাতলা মাছ শিকার
ছবি: সংগৃহীত

ভারতের নিউটাউনের রাস্তায় জমা পানি থেকে ১৫ কেজি কাতলা মাছ শিকার করেছে এক পরিবার। প্রথমে পিউ নামে ওই তরুণী তার ভাইকে নিয়ে একটি কাতলা মাছ শিকার করেন রাস্তার পানি থেকে। এরপর বাড়িতে ফোন করলেন জাল আনার জন্য। পরিবারের সবাই মিলে সারা রাত ধরে প্রায় ১৫ কেজি মাছ ধরে।

ঘটনার ভিডিওটি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সেটি মুহূর্তেই জনপ্রিয় হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইনে প্রকাশ করা খবরে পিউয়ের বরাত দিয়ে বলে, ‘ওই ভিডিও তোলা হয়েছে কারিগরি ভবনের সামনে। মঙ্গলবার রাতে ভাইয়ের সঙ্গে খাবার কিনতে যাচ্ছিলাম। বাইকের আলো রাস্তার জলে পড়তেই চিকচিক করতে দেখি। ঠাহর করে বুঝতে পারি প্রচুর মাছ ওই জলে। বাইক থেকে নেমে ভাইবোন মিলে হাত দিয়ে বেশ কিছু মাছ ধরি। তখনই বাড়িতে ফোন করে জাল আনার কথা বলি। সারারাত ধরে প্রায় ১৫ কেজি মাছ ধরা হয়।

নেটমাধ্যমে পিউয়ের ভিডিওতে দেখা যাচ্ছে, জাল ফেললেই উপচে পড়ছে ছোট-বড় খলবলে তরতাজা মাছ। তাদের দেখাদেখি অনেকেই এর পর জড়ো হন মাছ ধরতে। পিউ বলছেন, ‘এ ভাবে মাছ ধরতে পেরে খুব আনন্দ পেয়েছি। পর দিন সকালে গোটা পাড়ায় সেই মাছ বিলি করা হয়।’

আরআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাছ কেটে জীবন চলে তাদের
কুয়াকাটায় ৫০ মণ শাপলাপাতা মাছসহ ট্রলার জব্দ
কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
X
Fresh