• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলে পীতজ্বরে ২৫৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  ১৩ মে ২০১৭, ১৩:৩২

ব্রাজিলে ২০১৭ সালের শুরু থেকে এখন পর্যন্ত পীতজ্বরে কমপক্ষে ২৫৯ জন মারা গেছে।

শুক্রবার বিবৃতিতে দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পীতজ্বরে আক্রান্ত হয়ে এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২৫৯ জন মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া বিভিন্ন মহল থেকে দাবি করা, এতে আক্রান্ত হয়ে আরো ৪৭ জন মারা গেছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে আরো ১১৫ জন মারা যাওয়ার বিষয়টি নাকচ করা হয়েছে।

শনিবার ইন্ডিয়া টু’ডের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে পীতজ্বরে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৭৫৬ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি এ রোগে আক্রান্ত হয়েছে এমন শঙ্কায় ৬২২ জনকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ মাইনাস গেরাইস ও এসপিরিতো সান্টোতে এ রোগে সবচে’ বেশি লোক আক্রান্ত হয়েছে। প্রদেশ দু’টিতে যথাক্রমে ৪৮৮ ও ২৩৪ জনের এ রোগ ধরা পড়েছে।

এডিস এজিপটি মশার মাধ্যমে এ রোগ ছড়ায়। একই মশার মাধ্যমে জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ ঘটে।

বহুল আলোচিত জিকা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব ঘটায় ২০১৫ সালে সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করে ব্রাজিল সরকার।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh