Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ৩ আশ্বিন ১৪২৮

ইরাকের মার্কিন দূতাবাসের কাছে ড্রোন হামলা

ইরাকের মার্কিন দূতাবাসের কাছে ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন দূতাবাসের কাছে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে।

স্থানীয় সময় গতকাল শনিবার দুটি ড্রোন হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং বিমানবন্দরেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। খবর এএফপির।

কুর্দি নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায়, ওই বিমানবন্দর জিহাদি বিরোধী জোট বাহিনীর সৈন্যদের ঘাঁটি হিসেবেও পরিচিত।

জঙ্গিবিরোধী দলের পরিচালক আহমেদ হোশিয়ার বলেন, হামলায় বিমানবন্দরের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

এএফপির এক প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানান, তিনি দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। মার্কিন দূতাবাসের চারপাশে ধোঁয়া উড়তে দেখেছেন ও সাইরেনের শব্দ শুনেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

গত কয়েক মাস ধরেই ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে এ ধরনের হামলার ঘটনা ঘটছে। তবে এসব হামলার দায় কেউ স্বীকার করেনি।

এদিকে ইরাকে এসব হামলার জন্য ইরানসমর্থিত বাহিনীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহ আগে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দফা ড্রোন হামলা চালানো হয়। সেখানে মার্কিন বাহিনী মোতায়েন ছিল। ইরাকে বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ নভেম্বর ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার গতকাল ছিল ২০ বছর। ঠিক ওই দিনেই ইরাকের মার্কিন দূতাবাসের কাছে এ হামলার ঘটনা ঘটে। ৯/১১ এর ওই হামলায় নিহত হন প্রায় তিন হাজার মানুষ।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS