• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসিডোনিয়ায় হাসপাতালে আগুনে ১০ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:১২
মেসিডোনিয়ায় হাসপাতালে আগুনে ১০ করোনা রোগীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলের বলকান রাষ্ট্র নর্থ মেসিডোনিয়ায় করোনার রোগীদের জন্য বিশেষায়িত একটি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিস। মারা যাওয়া ব্যক্তিরা রোগী কি না সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ওই হাসপাতাল ভবন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। তেতোভো শহরের একটি প্রধান সড়কের কাছ থেকেও কালো ধোঁয়া দেখা গেছে।

অগ্নিকাণ্ডের পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তারা এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্বাস্থ্যমন্ত্রী ভেনকো ফিলিপস বলেছেন, এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এক টুইট বার্তায় তিনি বলেন, এটা একটি দুঃখজনক দিন। তিনি জানান, রাজধানী স্কোপজের একটি হাসপাতালে বেশ কয়েকজন রোগীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি এই অগ্নিকাণ্ডকে মারাত্মক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

২০ লাখ মানুষের দেশ উত্তর মেসিডোনিয়ায় এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারের বেশি মানুষ। সূত্র : বিবিসি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh