• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভাড়ায় বরযাত্রী, আটক বর

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ মে ২০১৭, ১৫:৫৫

ভাড়ায় বরযাত্রী বিষয়টি অবাক করলেও এমন ঘটনা ঘটেছে চীনের শানজি প্রদেশে।

বিয়ের অনুষ্ঠান চলছে। বরপক্ষের যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তাদের নিয়ে কনেপক্ষের সন্দেহ হয়। বিয়ের অনুষ্ঠানে বরের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে যখন কনেপক্ষের লোকজন কথা বলতে শুরু করে তখন জানা গেল যে আমন্ত্রিতদের সঙ্গে বরের কোন সম্পর্ক নেই। আমন্ত্রিত অতিথিরা বরের পরিবারের সদস্য কিংবা বন্ধু নয়। তাদের ভাড়া করে বিয়ের অনুষ্ঠানে এনেছিল বর নিজেই।

এ ঘটনা জানার পর কনেপক্ষ বরকে পুলিশে সোপর্দ করে। কনেপক্ষ যখন আমন্ত্রিত অথিতিদের সঙ্গে কথা বলছিল তখন সবাই বলেছিল যে তারা বরের বন্ধু। কিন্তু কী ধরনের বন্ধু সেটি তারা বলতে পারছিলেন না।

বিয়ের আসরে ভাড়া করে আনা এসব অতিথিদের জন্য ভালোই অর্থ খরচ করতে হয়েছে বরকে। প্রত্যেক অতিথিকে তিনি ১২ ডলার করে দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য।

তাদের সঙ্গে বরের চুক্তি হয়েছিল যে বিয়ের আসরে বরের আত্মীয়, পরিবার এবং বন্ধুর ভূমিকায় অভিনয় করবে। কিন্তু সবাই তা করতে পারেনি। ফলে আসল ঘটনা ফাঁস হয়ে যায়। বরযাত্রী হিসেবে যাদের ভাড়া করা হয়েছিল তাদের কেউ ট্যাক্সি চালক, কেউ ছাত্র।

বিয়ের পাত্র এবং পাত্রীর মধ্যে তিন বছরের সম্পর্ক রয়েছে। কিন্তু পাত্রী আগে বুঝতে পারেননি যে আমন্ত্রিতরা বরের কোন আত্নীয় বা বন্ধু নয়।

কিন্তু বর কেন এ ধরনের কাণ্ড করতে গেলেন সেটি পরিষ্কার নয়। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, পাত্র গরিব বলে তার সঙ্গে মেয়ের বিয়েতে কনের পরিবার বিয়েতে রাজি হচ্ছিল না।

সেজন্য পাত্র দেখাতে চেয়েছিল যে তারা গরিব নয়। কারণ বরযাত্রী হিসেবে যাদের আনা হয়েছিল তাদের মধ্যে দারিদ্রের কোন ছাপ ছিল না। কিন্তু এ মাধ্যমে বর কী ধরনের আইন ভঙ্গ করেছে সেটিও এখনো পরিষ্কার নয়।

এনিয়ে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নানা মুখরোচক আলোচনা চলছে।

একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, যে ব্যক্তি ২০০ মানুষকে ভাড়া করতে পারে সে কতটা গরিব? এর পেছনে হয়তো অন্য কারণ আছে।

এপি / এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh