• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গরু ছুটে যাওয়ায় হুলস্থুল কাণ্ড 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২১, ১৮:৪০
গরু ছুটে যাওয়ায় হুলস্থুল কাণ্ড 
ছবি: ভিডিও ফুটেজ থেকে

কোরবানি করার সময় কসাইদের ভুলে একটি গরু ছুটে গেলে শুরু হয় হুলস্থুল কাণ্ড। গরুটিকে ধরার জন্য অনেকেই পিছু নেই, কিন্তু কোনোভাবেই গরুটিকে নিয়ন্ত্রণে আনতে পারেননি মালিক।

এ নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেখা যায়, গরুটি ছুটে যাওয়ার পরই এলোপাথারি দৌড়াতে থাকে। গরুর আক্রমণ থেকে বাঁচতে উৎসুক জনতা এদিক-সেদিন ছোটাছুটি করছেন।

এমন ভয়ানক পরিস্থিতি ঘটেছে পাকিস্তানের করাচিতে। ঈদের দিন গরুটিকে জবাই করার সময় এটি ছুটে যায়। ছুটে যাওয়া পরই গরুটি বেশ কয়েকটি গাড়িকে গুতো মারলে তা ব্যাপক ক্ষতির শিকার হয়। এমন ঘটনা কয়েক ঘণ্টাব্যাপী চলতে থাকে। শেষ পর্যন্ত গরুর মালিক গরুটির পায়ে গুলি করে কোরবানির কাজ সম্পন্ন করেন।

কোরবানি আসলে অনেক অদক্ষ ব্যক্তি মৌসুমি কসাই হয়ে যান, ফলে এ ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয়।

পাকিস্তানে কোরবানিতে একজন পেশাদার কসাই দিয়ে পশু জবাই করতে আকার ভেদে ১২ থেকে ১৮ হাজার টাকা খরচ করতে হয়। সেখানে মৌসুমি কসাইয়ের মাধ্যমে খরচ হয় সাত থেকে আট হাজার টাকা।

সূত্র: জিও নিউজ

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh