Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২১, ০৯:২০
আপডেট : ১৬ জুলাই ২০২১, ১০:৩৫

৮ বছরের বাচ্চাকে উদ্ধার করতে কুয়ায় ঝাঁপ ৩০ জনের, মৃত ৩

৮ বছরের বাচ্চাকে উদ্ধার করতে কুয়ায় ঝাঁপ ৩০ জনের, মৃত ৩
সংগৃহীত

৪০ ফুট গভীর কুয়ায় পড়ে গিয়েছিল ৮ বছরের এক মেয়ে শিশু। তাকে উদ্ধার করতে গিয়ে ৩০ জনের মতো গ্রামবাসী সেই কুয়ায় পড়ে গিয়েছেন। এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। বৃহস্পতিবার রাতে ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদা গ্রামে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ নিয়ে টুইট করে তিনি জানিয়েছেন উদ্ধারকাজ চলছে। ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ঘটনার দিকে নজর রাখা হচ্ছে বলেও বলেছেন তিনি। রাজ্যের মেডিকেল শিক্ষামন্ত্রী বিশ্বাস কৈলাস সরঙ্গকে ঘটনাস্থলে পাঠিয়েছেন চৌহান।

জানা গেছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই মেয়েটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS