• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চীন-ইন্দোনেশিয়ায় পৃথক মাত্রার ভূ'মিকম্প, সুনামির আশঙ্কা

আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ১৭:১৪
ফাইল ছবি

চীনে ৫ দশমিক ৪ মাত্রার এবং ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৮ মিনিটে ইন্দোনেশিয়ার এবং দুপুর ২টা ৪৮মিনিটে চীনে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, চীনের কিংহাই প্রদেশে আঘাতহানা ভূকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪ মাত্রার। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তবে চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, দেশটিতে আঘাতহানা ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮ মাত্রার।

চীন ও ইন্দোনেশিয়ায় অনুভূত ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ইন্দোনেশিয়ার মোলাক্কাস দ্বীপপুঞ্জের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-প্রকৌশল সংস্থা বিএমকেজি।

তবে ইউএসজিএস বলছে, ইন্দোনেশিয়ায় অনুভূত ভূকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। এটির উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

জেএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
X
Fresh