• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ই'সরায়েলের সহায়তায় নাগরিকদের ফোনে আড়ি পাতছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ১০:৫২
Saudi Arabia deploys new Israeli spyware to hack activists' phones
সংগৃহীত

একটি ইসরায়েলি সাইবার কোম্পানির সহায়তায় নিজ দেশের নাগরিকদের মোবাইল ফোন হ্যাক করছে সৌদি আরব। ইসরায়েলির দৈনিক হারিটজ জানিয়েছে, টার্গেট করা এসব স্মার্টফোনকে স্পাই ডিভাইসে পরিণত করছে সৌদি সরকার।

জানা গেছে, সৌদি কর্তৃপক্ষের কাছে রেইন নামের একটি প্রোগ্রাম বিক্রি করেছে তেল আবিব ভিত্তিক কোম্পানি কোয়াডরিম। এই প্রোগ্রামের মাধ্যমে মোবাইল ফোন হ্যাক করে তথ্য হাতিয়ে নেয়া এবং সেগুলো ট্র্যাকিং ডিভাইসে পরিণত করা যায়।

একজন স্মার্টফোন ব্যবহাকারী ক্ষতিকর কোনও লিংকে ক্লিক না করলেও রেইন নিয়ে মোবাইল ফোন হ্যাক করা সম্ভব। এটা মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিয়ে আড়িপাততে সহায়তা করে। এছাড়া ম্যাসেজ, ছবি, ভিডিও, ইমেইল এবং ফোনের নেভিগেশন সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারে। এটা সেটা ট্র্যাকিং ডিভাইসে পরিণত হয়।

আরও পড়ুন...বন্ধুর খালি বাড়িতে ডেকে নিয়ে দুই বান্ধবীকে ধ'র্ষণ

হারিটজ জানিয়েছে, এই প্রোগ্রামটি বিক্রি করছে ইনরিচ টেকনোলজিস। এটা সাইপ্রাসে অবস্থিত কোয়াডরিমের সিস্টার কোম্পানি। তবে কোয়াডরিম তাদের গবেষণা এবং অন্যান্য কার্যক্রম তেল আবিবের রামাত গানে অবস্থিত একটি অফিস থেকে পরিচালনা করে।

২০১৬ সালে তিনজন ইসরায়েলি মিলে এই কোয়াডরিম প্রতিষ্ঠা করে। তাদের মধ্যে একজন আবার ইসরায়েলের সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা ‘আমান’ এর হয়ে কাজ করতো। অনলাইনে এই কোম্পানির কোনও উপস্থিতি নেই। এমনকি তাদের অফিসের দরজায় কোনও লোগোও নেই।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে মক্কায় প্রবেশে সৌদির বাসিন্দাদের অনুমতি লাগবে
তিন শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি
সস্ত্রীক ওমরাহ করতে গেলেন ফখরুল
বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ৮০টি সৌদি কোম্পানি
X
Fresh