• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আল আকসায় দলে দলে ইসরায়েলি ঢুকে পড়ায় উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২১, ২১:৪২
106 Israeli settlers storm Al-Aqsa Mosque in occupied Jerusalem
সংগৃহীত

আল আকসা মসজিদে আবারও ঢুকে পড়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। দখলদার বাহিনীর নিরাপত্তায় ১০৬ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী পবিত্র আল আকসা মসজিদে ঢুকে পড়ে। খবর কুদস নিউজ নেটওয়ার্কের।

দুই দফায় তারা আল আকসা মসজিদে ঢুকে পড়ে। প্রথমবার সকালের দিকে ৭২ জন এবং পরে বিকেলের দিকে ৩৪ জন বসতি স্থাপনকারী মসজিদে ঢুকে পড়ে।


আরও পড়ুন...শুক্রাণু বাড়বে ও পুরুষের বন্ধ্যাত্ব দূর হয় যেসব খাবারে

বসতি স্থাপনকারীরা মসজিদের আল-মুঘরাবি গেট দিয়ে প্রবেশ করে। এসময় মসজিদের ভেতর থাকা ফিলিস্তিনি ইবাদতকারীদের উস্কানি দেয় তারা। ওই বসতি স্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গনে তালমুদিক প্রার্থনা করে। পরে আল-সিলসিলা গেট দিয়ে বেরিয়ে যায় তারা।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আল-মুঘরাবি গেটে তারা ‘হাল্লেল গেট’ সাইন লাগিয়ে দেয়। অধিকৃত পশ্চিম তীরে হেবরনে ২০০৬ সালে নিহত ইসরায়েলি বসতি স্থাপনকারী নারী হাল্লেল অ্যারিয়েলের স্মরণে তারা এটা করেছে।


আরও পড়ুন...মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলি বাহিনী মসজিদের ভেতর ঢুকে সবসময় ফিলিস্তিনি প্রার্থনাকারীদের ওপর হামলা চালায়। তারা সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং মরিচের গ্যাস ছোড়ে। এছাড়া মসজিদের গেটে গেটে তাদের স্টেশন রয়েছে। হামলার পর আবার তাদের আটক করে ইসরায়েলি বাহিনী।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানের আলো নেই জেরুজালেমের রাস্তায়
X
Fresh