• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আল জাজিরার সাংবাদিককে ছেড়ে দিলো ই'সরায়েলি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ১১:০৩
gevara budeiri, rtv online
ছবি- সংগৃহীত

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর সাংবাদিক গিভারা বুদেইরিকে ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ। এক প্রতিবেদনে আল জাজিরা বিষয়টি জানিয়েছে।

পূর্ব জেরুজালেম সংলগ্ন শেখ জাররাহ থেকে আন্দোলনের খবর সংগ্রহ করতে গেলে আল-জাজিরার জেরুজালেম প্রতিনিধি বুদেইরিকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ।

ওই সময় তার সঙ্গে থাকা ক্যামেরামান নাবিল মাজাউই’র সরঞ্জামও ধ্বংস করে দেয় পুলিশ।

মুক্তির পর বুদেইরি জানান, গ্রেপ্তারের আগে পুলিশরা তাকে ঘিরে ফেলে। এসময় তাকে লাথি মারতে থাকে তারা।

অন্যদিকে ইসরায়েলি পুলিশের অভিযোগ, বুদেইরি এক নারী পুলিশকে আঘাত করেছেন। তবে বুদেইরি এই অভিযোগ অস্বীকার করেছেন।

আগামী ১৫ দিন শেখ জাররাহ এলাকায় উপস্থিত হবেন না বুদেইরি, এমন শর্তে তাকে মুক্তি দেয়া হয়েছে তাকে।

‘নাকসা’র ৫৪তম বার্ষিকী পালন করছিল ফিলিস্তিনিরা। এসময় সংবাদ সংগ্রহ করতে উপস্থিত হয়েছিলেন বুদেইরি। নাকসা শব্দের অর্থ ‘দুর্ভাগ্য’। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল করে নেয় ইসরায়েল। যা নিজেদের দুর্ভাগ্য বলে মনে করে ফিলিস্তিনিরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে সময় লাগবে ১৪ বছর: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান চায় চীন
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
X
Fresh