Mir cement
logo
  • ঢাকা রোববার, ২০ জুন ২০২১, ৬ আষাঢ় ১৪২৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ০৮:৫২
আপডেট : ০৬ জুন ২০২১, ১১:১৮

বুরকিনা ফাসোতে স'ন্ত্রাসী হা'মলায় ১৩২ জনের বেশি নি'হত 

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় ১৩২ জনের বেশি নিহত 
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরে একটি গ্রামে সন্ত্রাসীদের হামলায় ১৩২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট রোচে কাবোর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোলহান নামের ওই গ্রামে সন্ত্রাসীরা সারারাত হামলা চালিয়ে সেখানকার মানুষদের হত্যা করে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, হামলার সময় তাদের ঘরবাড়ি এবং মার্কেটও পুড়িয়ে দেয়া হয়েছে।

এই ঘটনায় এখনও কেউ বা কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে দেশটিতে বিশেষ করে নাইজার ও মালি সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের এই ধরনের হামলা প্রায়শ দেখা যায়।

প্রেসিডেন্ট কাবোরে এক টুইট বার্তায় এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা বাহিনী বর্তমানে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে’

এসএস

RTV Drama
RTVPLUS