Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২৬ জুলাই ২০২১, ১১ শ্রাবণ ১৪২৮

টাইট জিন্স পরায় সংসদ থেকে বের করে দেয়া হলো নারী এমপিকে

টাইট জিন্স পরায় সংসদ থেকে বের করে দেয়া হলো নারী এমপিকে
সংসদ থেকে বের হয়ে যাচ্ছেন তানজানিয়ার সেই নারী সংসদ সদস্য কনডেস্টার সিচওয়াল

জাতীয় সংসদে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। টাইট জিন্স প্যান্ট পরার অপরাধে আফ্রিকার দেশ তানজানিয়ার সংসদ সদস্য হয়েও ছাড় পেলেন না কনডেস্টার সিচওয়াল নামে এক নারী।

সংবামাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, টাইট জিন্স পরে আসায় ওই নারী সাংসদকে সংসদ অধিবেশন থেকে সোজা বের করে দেন স্পিকার জব দুগাই।

জানা গেছে স্পিকার নারী সংসদ সদস্য কনডেস্টারকে বলেন, ‘বেরিয়ে যান, ভালো পোশাক পরে ফের আমাদের সাথে যোগ দেবেন’।

এ ঘটনার পর দুগাই এক পুরুষ সংসদ সদস্যকে বলেন, ‘আমাদের কোনো কোনো বোনেরা উদ্ভট পোশাক পরেন। তারা আসলে সমাজকে কী বোঝাতে চায়?’ এই অপসংস্কৃতির বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তানজানিয়ার স্পিকার।

এ ব্যাপারে নারী সংসদ সদস্যদের টাইট জিন্স পরা নিষিদ্ধের ব্যাপারে সংসদীয় নিয়মের প্রসঙ্গ টেনে আরেক সংসদ সদস্য হুসাইন ওমর বলেন, সংসদ সমাজেরই প্রতিবিম্ব। এখানে কোনোরকম অশালীনতা গ্রাহ্য করা যায় না।

প্রসঙ্গত, ভারত মহাসাগরের তীরে অবস্থিত পূর্ব আফ্রিকার প্রজাতন্ত্র তানজানিয়ায় ৬১ শতাংশ খ্রিষ্টান, ৩৫ শতাংশ মুসলিম এবং বাকিরা ঐতিহ্যগত আফ্রিকান ধর্মের অনুসারী বাস করেন। সূত্র : ইয়েনি শাফাক

টিএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS