• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শেষকৃত্যে গিয়ে চোলাই ম'দপানে ৮ নারীসহ ১০ জনের মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২১, ১২:২৯
10 dead after drinking adulterated rice wine in Cambodia
সংগৃহীত

শেষকৃত্যানুষ্ঠানে গিয়েছিলেন স্থানীয়ভাবে তৈরি করা চোলাই মদপানে ১০ জনের মৃত্যু হয়েছে। কম্বোডিয়ার পুরসাত প্রদেশে এ ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ওই মদে উচ্চ মাত্রায় মিথানলের উপস্থিত ছিল বলে তারা সন্দেহ করছে। খবর দ্য স্টারের।

প্রদেশের ক্রাকর জেলার আনসার চাম্বাক কমিউনের তিনটি গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। ক্রাকর জেলার পুলিশ প্রধান কর্নেল এম রান বলেছেন, তাদের একজন প্রতিবেশীর শেষকৃত্যানুষ্ঠানে গিয়ে চোলাই মদপান করেন।

বার্তা সংস্থা শিনহুয়াকে টেলিফোনে তিনি বলেন, এ ঘটনায় আট নারী ও দুই পুরুষসহ ১০ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের চোখ জ্বালাপোড়া, বুক ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরানো, মাথা ব্যথা ও ক্লান্তির মতো লক্ষণ ছিল।

এম রান বলেন, ওই বিষাক্ত মদের নমুনা পরীক্ষার জন্য রাজধানী নমপেমের একটি ল্যাবে পাঠানো হয়েছে। রেজাল্ট এখনও আসেনি। এদিকে এই মদ তৈরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত জেলায় চোলাই মদ বিক্রি বন্ধের পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

পুরসাত প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক খোয় দি মদপানে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। দামে কম হওয়ায় কম্বোডিয়ার গ্রামাঞ্চলে চোলাই মদ খুব জনপ্রিয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবলীগ নেতা হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
খাগড়াছড়িতে ১২০ লিটার চোলাই মদসহ আটক ২ 
সুবর্ণচরে ভোটের রাতে ধর্ষণ : ১০ জনের মৃত্যুদণ্ড
বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু
X
Fresh