• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মহাকাশে নতুন প্রজন্মের স্যাটেলাইট পাঠালো চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২১, ২২:৫৬
মহাকাশে নতুন প্রজন্মের স্যাটেলাইট পাঠালো চীন
সংগৃহীত ছবি

মহাকাশে নতুন প্রজন্মের অত্যাধুনিক স্যাটেলাইট প্রেরণ করলো চীন। আবহাওয়ার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ ও পূর্বাভাস পেতেই এই স্যাটেলাইট পাঠালো চীন।

বৃস্পতিবার (৩ জুন) চীনের সিচুয়ান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় ফেংইয়ুন-ফোর বি বা এফ ওয়াই ফোর বি নামের স্যাটেলাইটটি। চীনের নিজস্ব লংমার্চ থ্রি বি রকেটে করে শিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে প্রেরণ করা হয় এটি।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস এর প্রতিবেদনে বলা হয়, নতুন প্রজন্মের এই স্যাটেলাইটটি আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার পাশাপাশি পরিবেশ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও পর্যবেক্ষণ করবে। এছাড়া, কৃষি, বিমান, সমুদ্র ও পানির বিভিন্ন জরিপেও ব্যবহৃত হবে ফেংইয়ুন-ফোর বি।

পরবর্তী প্রজন্মের এই স্যাটেলাইট এবং রকেটটি যৌথভাবে নির্মাণ করেছে চীনের মহাকাশ ও প্রযুক্তি করপোরেশনের অধীনে থাকা শাংহাই একাডেমি অব স্পেসফ্লাইট টেকনোলজি এবং চায়না একাডেমি অব লঞ্চ ভিহাইকল টেকনোলজি। স্যাটেলাইট তদারকির দায়িত্বে থাকবে চীনের আবহাওয়া দপ্তর।

বিশেষ এই স্যাটেলাইট ছাড়াও মহাকাশে চীনের রয়েছে আরও শতাধিক স্যাটালাইট।

বিএম/টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh