Mir cement
logo
  • ঢাকা রোববার, ২০ জুন ২০২১, ৬ আষাঢ় ১৪২৮

এক সপ্তাহের ম'দ একদিনেই শেষ করতেন প্রিন্স হ্যারি

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর ৭ দিনের মদ একদিনেই শেষ করতেন প্রিন্স হ্যারি
ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি

ইংল্যান্ডের সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি তার মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুশোক ভুলতে একসময় অতিরিক্ত মদ্যপান করতেন বলে জানিয়েছেন।

প্রিন্স হ্যারি বলেছেন, মায়ের মৃত্যুর পর এক সপ্তাহের মদ তিনি একদিনেই শেষ করতেন। শুক্রবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ১৯৯৭ সালে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস ডায়ানা।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টকশো উপস্থাপক অপরাহ উইনফ্রের এক নতুন সিরিজে এসব বলেছেন প্রিন্স হ্যারি। ‘দ্য মি ইউ ক্যান্ট সি’ নামের এই সিরিজটি তৈরি হচ্ছে মানসিক স্বাস্থ্যের ওপর। এখানে হ্যারি নিজের অনেক ব্যক্তিগত সময় নিয়ে আলোচনা করেছেন।

নিজের ২৮ থেকে ৩২ বছর বয়স পর্যন্ত সময়কে দুঃস্বপ্নের মতো বলে বর্ণনা করেছেন হ্যারি। এ সময় তিনি প্যানিক অ্যাটাক এবং গুরুতর উদ্বেগের মধ্য দিয়ে যেতেন। তিনি বলেন, আমি সেসময় মদপান করতে ইচ্ছুক ছিলাম, আমি মাদক সেবন করতে ইচ্ছুক ছিলাম।

টিএস

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

RTV Drama
RTVPLUS