• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কাতারের অর্থমন্ত্রী আলী শরীফ আল ইমাদিকে গ্রেপ্তারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ২০:০০
Qatar orders arrest of finance minister amid probe
সংগৃহীত ছবি

অর্থ লোপাট ও ক্ষমতার অপব্যবহার করার দায়ে কাতারের অর্থমন্ত্রী আলী শরীফ আল ইমাদিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।

অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে একটি তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।

কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) জানায়, সরকারি খাতে দুর্নীতির প্রমাণ হিসেবে বিভিন্ন রিপোর্ট ও এ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে দেখার পর অ্যাটর্নি জেনারেল এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এ নিয়ে আরও বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও দেশটির রাষ্ট্রায়ত্ত ওই সংবাদ সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ নিয়ে বিস্তারিত আরও কিছু জানানো হয়নি।

আল ইমাদি ২০১৩ সাল থেকে কাতারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। কাতার ন্যাশনাল ব্যাংক এর দায়িত্বও তার কাঁধে।

কিউএনএ জানিয়েছে, অভিযোগের কাগজপত্র ও তথ্যাদি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে। সূত্র : আলজাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh