• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ওড়িশায় ১৪ দিনের লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ মে ২০২১, ১৪:০৮
ছবি সংগৃহীত।

ভারতের বিভিন্ন রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ তাণ্ডব চালাচ্ছে। ওড়িশাতেও সংক্রমণ বাড়ছে। এবার সংক্রমণ রোধে ১৪ দিনের লকডাউন জারি করলো ওড়িশার রাজ্য সরকার।

আগামী ৫ মে থেকে সে রাজ্যে শুরু হবে লকডাউনের কড়াকড়ি। তা চলবে ১৯ মে পর্যন্ত।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই ১৪ দিন স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের চলাফেরায় কোনও বিধিনিষেধ জারি হয়নি। কিন্তু সাধারণ মানুষকে বাড়ি থেকে ৫০০ মিটারের মধ্যে থেকে কিনতে হবে দৈনন্দিন জিনিসপত্র।

কদিন ধরে ওড়িশাতে দৈনিক আক্রান্ত হচ্ছিলেন ৭-৮ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪১৩ জন আক্রান্ত হয়েছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল-কাহতানির দাবি সত্যি হলো, বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছে সৌদি
বাসাভাড়া নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা করে ওরা! 
শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান!
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
X
Fresh