• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সেই সাবমেরিনে বাবাকে যেতেই দিতে চায়নি শিশু সন্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২১, ১৯:৫১
Toddler refuses to let dad leave for fatal Indonesian submarine mission
ভিডিও থেকে স্ক্রিনশট নেয়া

কয়েকদিন আগে ইন্দোনেশিয়ায় ডুবে যাওয়া সাবমেরিনের এক ক্রু সদস্যের শিশু সন্তানের একটি ভিডিও সামনে এসেছে। হৃদয় বিদারক ওই ভিডিওতে দেখা গেছে যে, বাবাকে কেআরআই নাঙ্গগালা ৪০২ সাবমেরিনে যেতে দিতে চায়নি তার শিশু সন্তান।

ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে শারজাহ নিউজ। সেখানে দেখা গেছে, বাবা লেট্টু লৌত ইমাম আদিকে সাবমেরিনে যেতে দেবে না তার সন্তান আজকা। এজন্য কান্নাকাটি করছে সে। বাবাকে সাবমেরিনে যাওয়া ঠেকাতে নিজের সর্বোচ্চ চেষ্টা চালায় ওই শিশু।

ভিডিওতে দেখা যায়, তার বাবাকে ধাক্কা দিচ্ছে আজকা। এক সময় ধাক্কা দিতে দিতে দরজাও বন্ধ করে দেয় সে। শেষ পর্যন্ত সাবমেরিনে গিয়েছিলেন ইমাম আদি। পরে নিজের অন্য সহকর্মীদের সঙ্গে তারও সলিল সমাধি হয়।

এর আগে সোমবার ইন্দোনেশিয়ার সেনাপ্রধান হাদি জাহজান্তো জানান, সাবমেরিনে থাকা ৫৩ ক্রু সদস্যের কেউ বেঁচে নেই। তিনি বলেন, যে আলামত আমরা পেয়েছি তাতে কেআরআই নাঙ্গগালা ৪০২ সাবমেরিনের আর কেউ বেঁচে নেই। এজন্য আমি গভীর শোক প্রকাশ করছি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
X
Fresh