• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ০৯:৪৫
ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫
ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি কভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনা আক্রান্ত ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৭টা ১০ মিনিটে করোনা চিকিৎসায় ডেডিকেটেড রায়পুরের রাজধানী হাসপাতালে আগুন লাগে।

সে সময় হাসপাতালে অন্তত ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখানে থাকা অন্যান্য রোগীদের বের করে আনে ফায়ার সার্ভিস।

স্থানীয় পুলিশের সুপারিনটেন্ডেন্ট অজয় যাদব জানান, আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয় আগুনে ঝলসে, ৪ জন মারা গেছেন দমবন্ধ হয়ে। এ ছাড়া এ সময় আহত হন বেশ কয়েকজন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা তার্কেশ্বর প্যাটেল বলেন, এ ঘটনায় হাসপাতাল মালিকের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগে মামলা করা হবে।

এর আগে গত ৯ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরের একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লেগে চারজনের মৃত্যু হয়।

এমআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
X
Fresh