Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮

করোনায় আক্রান্ত শায়খ ইউসুফ আল-কারজাভি

Sheikh Yusuf Al Qaradawi tests Covid-19 positive
সংগৃহীত ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান আলেমেদ্বীন শায়খ ড. ইউসুফ আল-কারাজাভি। বিশ্ববিখ্যাত এই মুসলিম স্কলার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।

শায়খ আল-কারাজাভির অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে শনিবার (১৭ এপ্রিল) জানানো হয়, সম্মানিত শায়খ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আলহামদুলিল্লাহ, তার অবস্থা ভালো।

পাশাপাশি তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন। তিনি তার শুভানুধ্যায়ীদের আশ্বস্ত করতে চান এবং তাদের কাছে সুস্থ ও নিরাপদ থাকার দোয়া কামনা করছেন।

শায়খ প্রফেসর ড. ইউসুফ আবদুল্লাহ আল-কারজাভি ১৯২৬ সালে মিশরে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রভাবশালী আধুনিক ইসলামি তাত্ত্বিক ও আইনজ্ঞ।

আধুনিক উদ্ভূত নানা জটিল সমস্যার সাবলীল ও গভীর ইজতিহাদভিত্তিক সমাধানমূলক শতাধিক গবেষণা-গ্রন্থের রচয়িতা তিনি।

তার গ্রন্থগুলো প্রকাশের পরপরই পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে জ্ঞানী, গবেষক, বোদ্ধামহল ও সাধারণ মানুষের কাছে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। সূত্র : আলজাজিরা

টিএস

RTV Drama
RTVPLUS