• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সন্তানকে বিয়ে করার উদ্ভট আবেদন নিয়ে আদালতে বাবা-মা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২১, ১৯:২৩
New York parent seeks OK to marry their own adult child, RTV
ফাইল ছবি

সন্তানের প্রতি বাবা-মার স্নেহ চিরন্তন। আর তাই নিজের সন্তানকে ছেড়ে থাকা প্রত্যেক মা-বাবার ক্ষেত্রেই কষ্টের।

কিন্তু তাই বলে নিজের সন্তানকে কাছে রাখতে তাকে বিয়ে করার চিন্তা! উদ্ভট আর অবাস্তব এমন এক আবেদন জমা পড়েছে যুক্তরাষ্ট্রের শহর নিউ ইয়র্কের আদালতে।

চলতি মাসের প্রথম দিনে অর্থাৎ পহেলা এপ্রিলে এই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন এক দম্পতি। তবে ওই আবেদনে কোনোরকম নাম, ধর্ম, বর্ণ, জাতি কিছুই উল্লেখ করা হয়নি।

ওই দম্পতি আবেদনপত্রে লিখেছেন, আমেরিকায় আইনে এই ধরনের সম্পর্কের কোনো স্থান নেই। কিন্তু বিশেষ পরিস্থিতিতে পড়েই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ওই মা কিংবা বাবা তার মেয়ে কিংবা ছেলেকে বিয়ে করবেন।

সেই বিয়ের সম্পর্কে তারা সন্তান উৎপাদনও করতে চাইছেন। গত ১০ এপ্রিল ক্যাথিয়ান বোনিলো নামে এক প্রতিবেদক দ্য নিউ ইয়র্ক পোস্টে নিজের সন্তানকে বিয়ে করার আবেদনের এ খবরটি প্রকাশ করেন।

প্রসঙ্গত, আমেরিকায় আগে এই ধরনের কোনও আবেদন আদালতে জমা পড়েনি। প্রথমবার এই ঘটনার কথা শুনে অনেকেই অবাক হয়েছেন।

নিউ ইয়র্কের আইন অনুযায়ী, আইনসিদ্ধ নয় এমন সম্পর্ককে কোনওভাবেই মেনে নেবে না প্রশাসন। এক্ষেত্রে আবেদনকারীর চার বছরের জেল পর্যন্ত হতে পারে। সূত্র : এনওয়াই পোস্ট

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh