• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সিট খালি নেই, চেয়ারে বসেই অক্সিজেন নিচ্ছেন রোগীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ২৩:০০
COVID patients get oxygen sitting in chair as osmanabad hospital run out of bed
সংগৃহীত

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বিশেষ করে মহারাষ্ট্রের অবস্থা ত্রাহি ত্রাহি। অবস্থা এতটাই খারাপ যে গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৬৩ হাজারের বেশি মানুষ। এর ফলে রাজ্যে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। সক্রিয় রোগীর সংখ্যা এই মুহূর্তে যে পর্যায়ে পৌঁছেছে তাতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে।

মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার একটি সরকারি হাসপাতালের ভিডিও রোববার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের কোনও সিট খালি নেই। কিন্তু রোগী আসছেই। সেই রোগীদের সিট দিতে না পেরে চেয়ারে বসিয়েই চিকিৎসা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিডের জেরে এই ভয়াবহ অবস্থার চিত্র ফুটে উঠেছে ভিডিওতে।

ভিডিওতে দেখা যায়, বয়স্কদের চেয়ারে বসিয়েই অক্সিজেন দেয়া হচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ এতটাই অসুস্থ যে, তারা চোখও খুলে রাখতে পারছেন না। কিন্তু কোনও উপায় নেই। সেই অবস্থাতেই তাদের চিকিৎসা নিতে হচ্ছে। কয়েক দিন আগে মুম্বাইয়ের কাছে একটি হাসপাতালে এক শয্যায় ২ যুবককে শুয়ে থাকতে দেখা গিয়েছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের তলব
‘ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে’
৮ দিনেও দস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি
উপজেলা চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা
X
Fresh