Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১৭ মে ২০২১, ৩ জ্যৈষ্ঠ ১৪২৮

নতুন সেন্ট্রিফিউজ চালুর পরদিনই ইরানের পারমাণবিক কেন্দ্রে গোলযোগ

Electrical ‘incident’ hits Iran’s Natanz nuclear site
সংগৃহীত ছবি

নতুন সেন্ট্রিফিউজ চালুর একদিনের মাথায় ইরানের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

শনিবার এই কেন্দ্রে তেহরান নিজেদের তৈরি নতুন অত্যাধুনিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ চালু করে। একদিন পর রোববার এ বৈদ্যুতিক গোলযোগের ঘটনা ঘটে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তা ছাড়া এতে পরিবেশ দূষণের মতো কোনো ঘটনা ঘটেনি। নাতাঞ্জ স্থাপনার বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বছর নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন সেটিকে ইরানের পারমাণবিক কর্মসূচীতে নাশকতা চালানোর উদ্যোগ বলে অভিহিত করেছিল দেশটির সরকার।

ভূগর্ভস্থ নাতাঞ্জ স্থাপনাটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচীর কেন্দ্রস্থল। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা এই কেন্দ্রটি পর্যবেক্ষণে রেখেছেন।

সূত্র : আলজাজিরা

টিএস

RTV Drama
RTVPLUS