• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

তিন সৌদি সেনার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ২১:২৮
Saudi Arabia executes 3 soldiers for ‘cooperating with enemy’
সৌদি আরবের পতাকা (ফাইল ছবি)

রাষ্ট্রদ্রোহিতা ও শত্রুদের সহযোগিতা করার অভিযোগে তিন সেনার মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। শনিবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিশেষ আদালতে ন্যায়বিচারের মাধ্যমে এই তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।

তবে বিবৃতিতে ওই সেনারা কোন শত্রুদের সহযোগিতা করেছে তা জানায়নি মন্ত্রণালয়। এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইয়েমেনের সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলীয় প্রদেশে। যেখানে ছয় বছরের বেশি সময় ধরে ইরানের সহায়তাপ্রাপ্ত হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে সৌদি আরবের।

প্রসঙ্গত, সৌদি সরকার অপরাধ দমনে বরাবরই কঠোর অবস্থানে থেকে এসেছে। এ কারণে দেশটিতে মৃত্যুদণ্ড কিংবা শিরশ্ছেদ এর ঘটনা প্রায়ই ঘটত। তবে সাম্প্রতিক বছরগুলোতে মৃত্যুদণ্ড কমেছে দেশটিতে। সৌদি সরকারের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশটিতে ২৭ জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম।

সূত্র : আলজাজিরা

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh