• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জাজানের জুঁই বাগানে বিনিয়োগ চায় সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ১৪:৪২
Saudi Arabia’s jasmine flower, a tradition ripe for investment, RTV
জুঁই ফুলের গাছ - সংগৃহীত

জাজান অঞ্চলে সুগন্ধী জুঁই ফুলের বাগানে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বেশ উদ্যোগী হয়ে উঠেছে সৌদি আরব।

সেই পরিকল্পনার অংশ হিসেবে জাজান অঞ্চলে ‘সিটি অব জেসমিন’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার।

বিনিয়োগ পাওয়ার পাশাপাশি ওই প্রকল্প সৌদির ভিশন ২০৩০ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সৌদি সবুজায়ন প্রকল্প বাস্তবায়নেও সহায়তা করবে।

জাজান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব, ড. মাজেদ আল-জোহারি জানান, বছরে ২৮০ টন ফুল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সিটি অব জেসমিন প্রজেক্ট হবে কৃষিক্ষেত্রে অন্যতম সেরা বিনিয়োগ। পাশাপাশি সুগন্ধী তেল তৈরীর ক্ষেত্রেও অসাধারণ বিনিয়োগ হতে পারে এই প্রকল্পটি।

এই প্রকল্পের আওতায় ১১ লাখ ২৬ হাজার জুঁই গাছ থেকে গ্রীষ্মকালে ২২ হাজার কেজি সুগন্ধী জেসমিন তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আল-জোহারি আরও জানান, বর্তমানে ওই অঞ্চলে ২ লাখ ২৭ হাজার ৩৫০টি জুঁই ফুল গাছ সম্মৃদ্ধ ১৪টি নিবন্ধিত নার্সারি রয়েছে যারা এই ফুল বিক্রি করে আসছে।

প্রসঙ্গত, সুগন্ধী এই জুঁই ফুল সৌদি আরবে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাদা-হলুদ রঙের মোহনীয় গন্ধের এ ফুল সৌদির অনেক অঞ্চলে বাণিজ্যিকভাবেও চাষ করা হয়। এমনকি সেখানকার বাড়ির আঙিনায়ও দেখা যায় জুঁই ফুল গাছ। সূত্র : আরব নিউজ

তৌসো

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh