আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১০:২৩
ট্রাম্পের একপেশে নীতি ভুলে ফিলিস্তিনিদের পক্ষে বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইহুদিদেশ দখলদার ইসরায়েল প্রীতি চরমে ছিল যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে দখলদার এই দেশটির পক্ষাবলম্বন করে একপেশে আচরণ করে এসেছে মার্কিনীরা। তবে বাইডেন প্রশাসন সেসব একপেশে নীতি থেকে বের হয়ে আসল।
ফিলিস্তিনিদের জন্য নানান সাহায্য-সহায়তা বন্ধ করে দিয়েছিলেন ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এসে অন্যায়ভাবে বন্ধ করা সব অনুদান একে একে চালু করছেন। তারই অংশ হিসেবে প্রথম দফায় ফিলিস্তিনকে সাড়ে ১২ কোটি ডলার অনুদান দিচ্ছে বাইডেন প্রশাসন।
আরও পড়ুনঃ ইতিহাসে প্রথম মুসলিম বিচারক পাচ্ছে যুক্তরাষ্ট্র
জানা গেছে, এ ব্যাপারে কংগ্রেসকে অবহিত করেছে বাইডেন প্রশাসন। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি কংগ্রেসকে নিশ্চিত করেছে। ২০২০ সালের বাজেটের সঙ্গে সমন্বয় করে এ অনুদানের অর্থ ছাড় দেওয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ট্রাম্পের ইসরায়েলঘেঁষা একপেশে কথিত শান্তি প্রস্তাবে রাজি না হওয়ায় ফিলিস্তিনিদের সব ধরনের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছিল। সূত্র : ডেইলি সাবাহ
টিএস