logo
  • ঢাকা সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ৬ বৈশাখ ১৪২৮

হঠাৎ বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ৪৪ প্রাণহানি

Indonesia- Flash floods and landslides kill at least 44, leave several injured
সংগৃহীত ছবি

আকষ্মিক বন্যা ও এর ফলে সৃষ্ট ভূমিধসে ইন্দোনেশিয়ার অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে আকস্মিক এ বন্যা শুরু হয়। ইস্টার সানডের কয়েক ঘণ্টা আগে থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হলে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ফ্লোরস দ্বীপে এ বন্যা দেখা দেয়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থার মুখপাত্র রাদিতিয়া জাতি এএফপি নিউজ এজেন্সিকে বলেন, পূর্ব ফ্লোরস দ্বীপে ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন আহত হয়েছে। এখনও অনেকেই মাটিচাপা পড়ে আছেন। বন্যায় বাড়ি-ঘর, ব্রিজ এবং রাস্তা-ঘাঁট ক্ষতিগ্রস্ত হয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারী কর্মকর্তারা। বৃষ্টিপাত এখনও হচ্ছে এবং ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহ ধরেই আবহাওয়া খারাপ থাকতে পারে বলে সতর্ক করেছেন ওই কর্মকর্তা। রোববার বিমা শহরেও বন্যায় দু'জনের মৃত্যু হয়েছে। চার স্থানে বাঁধ উপচে পানি ঢুকছে ।

প্রসঙ্গত, বর্ষার মৌসুমে ইন্দোনেশিয়ায় ভূমিধস এবং আকস্মিক বন্যার ঘটনা প্রায়ই দেখা যায়।

টিএস

RTV Drama
RTVPLUS