• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গোপনীয়তা ভঙ্গের দায়ে সু চির নামে আরেক মামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২১, ১৯:২৩
Myanmar's Aung San Suu Kyi charged with violating state secrets as wireless internet shutdown begins
অং সান সু চি - সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত অং সান সু চির নামে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন ভঙ্গের দায়ে মামলা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে বৃহস্পতিবার থেকে সামরিক জান্তা বিনা নোটিশেই হঠাৎ করে দেশজুড়ে সকল তারবিহীন ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়।

মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকে এটি সু চি'র বিরুদ্ধে দায়ের করা পঞ্চম গুরুতর মামলা। রয়টার্স জানায়, অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

অভ্যুত্থানের পর থেকেই সু চি-সহ তার দল- লীগ ফর ন্যাশনাল ডেমোক্রেসি-এলএনডি'র নেতাকর্মীদের আটকে রেখেছে সামরিক জান্তা।

সু চি'র বিরুদ্ধে এরই মধ্যে আরো ৪টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে আমদানি-রপ্তানি আইন ভঙ্গ এবং ভীতি বা উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন তথ্য প্রচারের মদত দেয়ার অভিযোগে করা মামলা।

সু চি'র ব্যক্তিগত আইনজীবি খিন মং জ- বার্তা সংস্থা সিএনএনকে জানান, ২৫ শে মার্চ সু চি-সহ তার বন্দী অস্ট্রেলীয় অর্থ উপদেষ্টা শন টার্নেল ও অন্যান্য উপদেষ্টাদের নামে মামলা করা হয়। সিএনএন

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh