• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভেনিসে আর ঢুকবে না বড় প্রমোদতরী (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২১, ১৮:৪০
Venice bans cruise ships from historic center, RTV, RTV online, rtv news, আরটিভি নিউজ, ভেনিসে আর ঢুকবে না বড় প্রমোদতরী (ভিডিও),
সংগৃহীত ছবি

ঐতিহাসিক নিদর্শন সম্বলিত ভেনিসের কেন্দ্রে এক প্রমোদতরীকে প্রবেশ করতে দেয়নি ইতালির কর্তৃপক্ষ। ইউনেস্কোর অনুরোধ রক্ষা করতে গিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর বড় বড় জাহাজগুলো শহরটির শিল্প বন্দরে নোঙর করে। এসব জাহাজ শহরে ঢোকার কারণে তা শহরের ভীত নড়বড়ে করে দিচ্ছে এবং পরিবেশ দূষণ করছে। যা নিয়মিত শহরটিকে বন্যার কবলে ফেলছে- সমালোচকদের এমন যুক্তির পরিপ্রেক্ষিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার ইতালির মন্ত্রীরা এক সভায় সিদ্ধান্ত নেন যে, বড় কোনো প্রমোদতরী কিংবা জাহাজকে গিয়ুডকা খালে প্রবেশ করতে দেওয়া হবে না। এই খাল দিয়েই এতদিন নৌযানগুলো ঐতিহাসিক সেইন্ট মার্কস স্কয়ারের কাছে যেত।

সংস্কৃতিমন্ত্রী ডারিও ফ্রান্সেসচিনি এই পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, এটি একটি ঠিক এবং বহু বছরের প্রতীক্ষিত সিদ্ধান্ত। জাহাজগুলোর জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করছে সরকার। বিবিসি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
ইতালিতে ঝগড়ার জেরে দেশে সংঘর্ষ, এক মৃত্যুসহ আহত ১২
X
Fresh