• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এমন কিছু করো না যাতে ঘুম উড়ে যায় : আমেরিকাকে কিমের বোন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২১, ১৪:৩১
Kim Jong-un's sister warns US
কিম জং উন ও তার বোন কিম ইয়ো জং

বহির্বিশ্বের চোখে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বরাবরই উগ্র তার নানাবিধ সিদ্ধান্তের কারণে। তবে তিনি একা নন, কম যান না তার বোন কিম ইয়ো জং-ও। তার সেই মেজাজ সামনে এলো আরও একবার।

আমেরিকাকে রীতিমতো হুমকি দিয়ে তার হুঁশিয়ারি- আগামী চার বছর শান্তিতে ঘুমাতে চাইলে যেন ভেবেচিন্তে পদক্ষেপ নেয় বাইডেন প্রশাসন। মূলত মার্কিন পররাষ্ট্র সচিবের জাপান ও দক্ষিণ কোরিয়া সফরকে কেন্দ্র করেইএই হুঁশিয়ারি।

চিন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে জোট গড়তে সোমবার জাপান পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন। সেখান থেকে দক্ষিণ কোরিয়াতেও যাওয়ার কথা রয়েছে তাদের।

স্বাভাবিক ভাবেই পুরো বিষয়টিকে উত্তর কোরিয়া ভাল চোখে দেখছে না। সেই মনোভাবই ফুটে উঠল কিমের বোনের হুমকিকে। বাইডেন প্রশাসনকে তিনি হুমকি দিয়ে বলেছেন, যদি তোমরা আগামী চার বছর শান্তিতে ঘুমাতে চাও, তাহলে এমন কিছু করো না যাতে সেই ঘুম উড়ে যায়।

এর আগে গত সপ্তাহে যৌথ মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সেনারা। সে প্রসঙ্গে কিম ইয়ো জং বলেছিলেন, নয়া মার্কিন প্রশাসন আমাদের দেশে বারুদের গন্ধ ছড়াতে চাইছে।

প্রসঙ্গত, জো বাইডেন হোয়াইট হাউসে প্রবেশ করার পর এই প্রথম তার প্রশাসনের উদ্দেশে কোনো বার্তা দিল উত্তর কোরিয়া।

সূত্র : বিবিসি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
X
Fresh