• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলে কোটি কোটি টাকা ঢালবে আমিরাত!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২১, ১০:৪৯
UAE crown prince volunteered to invest $12M in Israel
ক্রাউন প্রিন্স জায়েদ আল নাহিয়ান

সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স জায়েদ আল নাহিয়ান ইজরাইলে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের ইচ্ছা পোষণ করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ১০১ কোটি টাকারও বেশি। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এ কথা জানান।

ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আবুধাবির ক্রাউন প্রিন্স তাকে বলেছিলেন যে তিনি (প্রিন্স) এমন প্রকল্পে অংশীদার হতে চান যা করোনা মহামারির পরও ইসরায়েলের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটাবে। তবে এখনও পর্যন্ত নেতানিয়াহুর এমন বক্তব্য সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার নেতানিয়াহুকে সংযুক্ত আরব আমিরাতে তার অফিসিয়াল সফর স্থগিত করতে হয়েছিল। কারণ আমিরাতে যাওয়ার পথে তার বিমানকে জর্ডানের আকাশসীমা ব্যবহার করতে হতো। কিন্তু জর্ডান নেতানিয়াহুকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি।

ডব্লিউএএম-র সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ওই সফর বাতিল হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাত ইজরাইলে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল চালু করতে সম্মত হয়েছে। সূত্র : ডেইলি সাবাহ

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
২৩ নাবিকসহ আমিরাতের আল-হামরিয়া বন্দরে ভিড়ল এমভি আবদুল্লাহ
আরব আমিরাত উপকূলে এমভি আবদুল্লাহ
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
X
Fresh