DMCA.com Protection Status
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

জন্মদিনে জনসম্মুখে ক্যাস্ত্রো

অনলাইন ডেস্ক
|  ১৪ আগস্ট ২০১৬, ১৪:৪০ | আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৬:৩৫
চার মাস পর জনসম্মুখে এলেন কিউবার সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রো। ৯০তম জন্মদিনে হাভানা’র কার্ল মার্ক্স থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে দেখা যায় তাকে। এর আগে গেল এপ্রিলে তাকে জনসম্মুখে দেখা যায়।

শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তিনি সাধারণ থেকে দূরে থাকছেন বলে ধারণা করা হয়। অনুষ্ঠানে ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে ছিলেন তার ভাই প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

হাভানার অনুষ্ঠানে ফিদেল কাস্ত্রোর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অন্যতম ছিল ১৯৬১ সালের সিআইএ সমর্থিত বে অফ পিগস দখল প্রচেষ্টা।
ভাই রাউল ক্যাস্ত্রোর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ২০০৮ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান ফিদেল ক্যাস্ত্রো।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়