• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৬ লাখ ছাড়াল

আরটিভি নিউজ

  ০৭ মার্চ ২০২১, ১৪:১৫
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৬ লাখ ছাড়াল
ছবি: সংগৃহীত

সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৬ লাখ ছাড়ালো। আজ বেলা ১২টা নাগাদ বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৮ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে ১১ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৭৬৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ২৬ লাখ ৫৬ হাজার ৯৫ জন আক্রান্ত ব্যক্তি।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৯১ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ১১৯ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ১০ হাজার ৭৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৯১ জনের।

মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল আক্রান্তের দিক দিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৯ লাখ ৩৯ হাজার ৩২০ এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৪৪৬ জনের।

এ দিকে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এ পর্যন্ত বাংলাদেশে করোনায় ৮ হাজার ৪৫১ জন মারা গেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
X
Fresh